বরিশালের মুলাদী উপজেলায় দেশের সর্ববৃহৎ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের হালখাতা-১৪২৯ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুন) দুপুরে উপজেলা সদরের বাধরোডস্থ মেসার্স জিবান এন্টারপ্রাইজের আয়োজনে এ হালখাতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী দুলাল চৌধুরী।
উপস্থিত ছিলেন মেসার্স জিবান এন্টারপ্রাইজের প্রপ্রাইটর মো. মেহেদি হাসান কাইয়ুম, বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের সহকারী সেলস অফিসার মো. সোহেল রানা, স্থানীয় ব্যবসায়ী মো. রাজিব, কিং ব্র্যান্ড সিমেন্টের রিটেইলার কুতুব উদ্দিন প্রমুখ।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় ঠিকাদাররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কিং ব্র্যান্ড সিমেন্টের গুণগত মান ও ধারাবাহিক ঐতিহ্যসহ বাংলাদেশের উন্নয়নশীল প্রকল্পে কিং ব্র্যান্ড সিমেন্টের অবদান তুলে ধরা হয়।
হালখাতায় ৪০ জন রিটেইলার উপস্থিত ছিলেন। তাদের মধ্য থেকে ১০ জন সেরা বিক্রেতাকে পুরস্কৃত করা হয় এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।