নারায়ণগঞ্জের চরসৈয়দপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য দৌলত হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৬ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র বলছে, রবিবার দিবাগত রাতে গোগনগর ব্রিজের সামনে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে হাসপাতালে নিলে সেখান থেকে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, তাকে হত্যা করা হয়েছে। ঘটনার তথ্য উপাত্ত নিয়ে কাজ করছি আমরা। এরই মধ্যে আমরা অভিযানে নেমেছি হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য।