kalerkantho

শুক্রবার । ১৯ আগস্ট ২০২২ । ৪ ভাদ্র ১৪২৯ । ২০ মহররম ১৪৪৪

নামাজ শেষে আর বাড়ি ফেরা হলো না ইসমাইলের

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি   

২৭ জুন, ২০২২ ১২:১৭ | পড়া যাবে ১ মিনিটেনামাজ শেষে আর বাড়ি ফেরা হলো না ইসমাইলের

টাঙ্গাইলের ঘাটাইলে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় ইসমাইল হোসেন (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৭ জুন) ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার গুনগ্রাম নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, নিহত ইসমাইল উপজেলার গুনগ্রামের বাবর আলীর ছেলে।

বিজ্ঞাপন

তিনি আজ সোমবার স্থানীয় একটি মসজিদে ফজরের নামাজ শেষে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এসময় মধুপুরগামী একটি মালবাহী কাভার্ডভ্যান পথচারী ইসমাইলকে চাপা দিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইসমাইলের মৃত্যু হয়। পরে নিহতের আত্মীয়স্বজন ও স্থানীয়রা তার লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।সাতদিনের সেরা