লক্ষ্মীপুর সদর ও রামগতি উপজেলার ৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নেতাকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে সদরের দিঘলীতে সালাউদ্দিন চৌধুরী, রামগতির বড়খেরিতে হাসান মাকসুদ ও চর আবদুল্লাহতে কামাল হোসেন মঞ্জুর মনোনয়ন পেয়েছেন।
রবিবার (২৬ জুন) সন্ধ্যায় কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
দলীয় সূত্র জানায়, ২৮ জুলাই দিঘলী, বড়খেরি ও চর আবদুল্লাহ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
চেয়ারম্যান কামাল হোসেন মঞ্জুর বলেন, আমার ইউনিয়নটি মেঘনা নদী বেষ্টিত ও দুর্যোগ প্রবণ এলাকা। আওয়ামী লীগের সকল সুযোগ সুবিধা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছি।
দুর্যোগকালীন ইউনিয়নবাসীকে রক্ষায় সর্বাত্মক কাজ করেছি। নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জনগণ আমাকে জয়ী করবেন। আগামীতেও তাদের সেবা করার সুযোগ করে দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী বলেন, দিঘলী ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে নৌকার প্রার্থীকে জেতাতে আমাদের বিষদ পরিকল্পনা রয়েছে। সর্বোচ্চ ভোট পেয়ে নৌকার প্রার্থী জয়ী হবে।
প্রসঙ্গত, চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে সদরের দিঘলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ইসমাইল হোসেন গত ১৪ জানুয়ারি স্ট্রোক করে মারা যান। এতে ইউনিয়নটিতে চেয়ারম্যান পদ শূন্য রয়েছে। ২৮ জুলাই সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।