kalerkantho

শনিবার । ১৩ আগস্ট ২০২২ । ২৯ শ্রাবণ ১৪২৯ । ১৪ মহররম ১৪৪৪  

ফরিদপুরে ব্যবসায়ীকে হত্যা করে ছয় লাখ টাকা লুট

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২৬ জুন, ২০২২ ১৬:২৪ | পড়া যাবে ২ মিনিটেফরিদপুরে ব্যবসায়ীকে হত্যা করে ছয় লাখ টাকা লুট

ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে শরীফ শেখ নামের এক কাঁচামাল ব্যবসায়ীকে হত্যা করে ছয় লাখ টাকা লুট করে নিয়েছে হত্যাকারীরা। আজ রবিবার সকালে ওই ইউনিয়নের গাবির বিল থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শরীফ শেখ (৪০) কৃষ্ণনগর ইউনিয়নের রহিমপুর গ্রামের নিমাই শেখের ছেলে। স্থানীয় বাজারে শরীফের কাঁচামালের ব্যবসা ছিল।

বিজ্ঞাপন

তার পরিবারের অভিযোগ, তার কাছে থাকা ছয় লাখ টাকা লুট করার জন্যই তাকে হত্যা করা হয়েছে। কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা পরিবারের বরাত দিয়ে জানান, ওই বাজারের কাঁচামাল ব্যবসায়ী শরীফ গতকাল শনিবার রাত ১০টার পর থেকে নিখোঁজ ছিলেন। গতকাল রবিবার সকালে স্থানীয় লোকজন গাবির বিলে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। শরীফের মাথা কুপিয়ে তিন খণ্ড করে ফেলা হয়েছে। এই নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তিনি।  

ফরিদপুরের কোতোয়ালি থানার ওসি এম এ জলিল জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।সাতদিনের সেরা