কুমিল্লা থেকে চট্টগ্রামগামী বাসে এক যাত্রীর ফেলে যাওয়া ব্যাগভর্তি ৩০ লাখ টাকা ফেরত দিলেন পরিবহনকর্মীরা। ফেনীর ব্যবসায়ী আনোয়ার হোসেন ওই টাকা বাসে ফেলে গিয়েছিলেন।
পরিবহনকর্মীদের মাধ্যমে উদ্ধার হওয়া টাকাগুলো কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার (বিশ্বরোড) তিশা প্লাটিনাম প্রাইভেট লিমিটেডের প্রধান কার্যালয়ে ব্যবসায়ীর কাছে হস্তান্তর করা হয়।
পরিবহন কম্পানি সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কুমিল্লা পদুয়ার বাজার থেকে ওই গাড়ি ব্যবসায়ী তিশা প্লাটিনাম বাসে ফেনীর উদ্দেশে যাত্রা করেন।
বিজ্ঞাপন