kalerkantho

শনিবার । ১৩ আগস্ট ২০২২ । ২৯ শ্রাবণ ১৪২৯ । ১৪ মহররম ১৪৪৪  

টাঙ্গাইলে করোনায় একজনের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি   

২৬ জুন, ২০২২ ০১:১৬ | পড়া যাবে ১ মিনিটেটাঙ্গাইলে করোনায় একজনের মৃত্যু

টাঙ্গাইলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম কালীপদ দাস (৮৭)। তিনি জেলার ধনবাড়ী উপজেলার শিংগাটা এলাকার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘণ্টায় আটটি নমুনা পরীক্ষা করে নতুন করে দুজন করোনা শনাক্ত হয়েছেন।

বিজ্ঞাপন

শনাক্তের হার ২৫ ভাগ।

জানা যায়, মৃত কালিপদ দাস করোনায় আক্রান্ত হয়ে গত বুধবার ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি হন। পরবর্তীতে তিনি শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন।  

সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, মৃত ব্যক্তি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত ছিলেন। তিনি করোনার প্রতিরোধে টিকার সকল ডোজ নিয়েছিলেন।

তিনি আরো বলেন, জেলায় করোনায় সংক্রমণের হার আবারো বাড়ছে। বেশির ভাগ ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। ফলে সংক্রমণের হার বাড়ছে। করোনা প্রতিরোধে সবাইকে সচেতন ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।সাতদিনের সেরা