kalerkantho

শুক্রবার । ১৯ আগস্ট ২০২২ । ৪ ভাদ্র ১৪২৯ । ২০ মহররম ১৪৪৪

ট্রাকের নিচে মোটরসাইকেল, কলেজছাত্রের মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    

২৫ জুন, ২০২২ ১৫:২৩ | পড়া যাবে ১ মিনিটেট্রাকের নিচে মোটরসাইকেল, কলেজছাত্রের মৃত্যু

শামীম আল মামুন।

টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শামীম আল মামুন (২৫) নামের ওই কলেজছাত্রের মৃত্যু হয়।

শামীম উপজেলার বোয়ালী গ্রামের কদম আলীর ছেলে। তিনি করটিয়া সরকারি সাদত কলেজের সমাজকর্ম বিভাগের মাস্টার্সের ছাত্র ছিলেন।

বিজ্ঞাপন

শামীমের ভাই সুমন আহমেদ কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সখীপুর-ঢাকা সড়কের নলুয়া আড়ালিয়াপাড়া এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে শামীম আল মামুন গুরুতর আহত হয়। ওই দিনই আহত শামীম আল মামুনকে সাভার এনাম মেডিক্যালে ভর্তি করা হয়।সাতদিনের সেরা