পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে চুয়াডাঙ্গায় র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ শনিবার সকাল ৯টায় এক বর্ণাঢ্য র্যালি চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের কার্যালয় থেকে শুরু হয়ে টাউন ফুটবল মাঠে এসে শেষ হয়। পরে সেখানে বেলুন ওড়ানো ও কবুতর অবমুক্ত করা হয়। একইসঙ্গে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
বিজ্ঞাপন
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান জানান, আলোচনা অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রীর উদ্বোধন ঘোষণার পরপরই চুয়াডাঙ্গায় কবুতর অবমুক্ত করা হয় এবং বেলুন ওড়ানো হয়। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজিত হবে। সন্ধ্যায় বর্ণিল আতশবাজির আয়োজন থাকবে জেলা প্রশাসকের কার্যালয়ে। এছাড়াও পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।