kalerkantho

শনিবার । ১৩ আগস্ট ২০২২ । ২৯ শ্রাবণ ১৪২৯ । ১৪ মহররম ১৪৪৪  

মির্জাপুরে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি   

২৪ জুন, ২০২২ ২০:১২ | পড়া যাবে ১ মিনিটেমির্জাপুরে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে পানিতে ডুবে মীর্জা শিফা আক্তার নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে বাড়ির পাশে থাকা ডোবার পানিতে ডুবে তার মৃত্যু হয়। শিফা উপজেলার লতিফপুর ইউনিয়নের যুগিরকোফা গ্রামের মীর্জা শরীফুল ইসলাম ইছার মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে শিফা বাড়ির উঠানে খেলা করছিল।

বিজ্ঞাপন

এ সময় সবার অগোচরে বাড়ির পাশে জমিতে জমে থাকা পানিতে পড়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির সামনে জমির মধ্যে তাকে জমে থাকা পানিতে ভাসতে দেখে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়।  

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ৮ নম্বর ওয়ার্ড মেম্বার মো. বাবুল হোসেন শিফার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।সাতদিনের সেরা