টাঙ্গাইলের মির্জাপুরে পানিতে ডুবে মীর্জা শিফা আক্তার নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে বাড়ির পাশে থাকা ডোবার পানিতে ডুবে তার মৃত্যু হয়। শিফা উপজেলার লতিফপুর ইউনিয়নের যুগিরকোফা গ্রামের মীর্জা শরীফুল ইসলাম ইছার মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে শিফা বাড়ির উঠানে খেলা করছিল।
বিজ্ঞাপন
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ৮ নম্বর ওয়ার্ড মেম্বার মো. বাবুল হোসেন শিফার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।