নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের বল্লী গ্রামে পানিবন্দি একটি ঘরে জুয়ার আসর বসায় স্থানীয় কয়েকজন জুয়াড়ি। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ওই আসর থেকে ৯ জুয়াড়িকে আটক করে।
স্থানীয়দের ভাষ্যমতে, এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাতে গিয়ে হাওরের পনিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন সজিবুল তালুকদার নামের এক যুবক। পরে পুলিশ চলে গেলে রাত ১টার দিকে হাওরের পানি থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।
বিজ্ঞাপন
খালিয়াজুরী থানার ওসি মো. মজিবুর রহমান কালের কণ্ঠকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃস্পতিবার রাতে বল্লী গ্রামে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৯ জনকে আটক করা হয়। আজ শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, 'পুলিশের নৌকা থামানোর পর অনেকেই পালিয়ে গেছে। পুলিশ চলে আসার পর শুনেছি একজনকে মৃত অবস্থায় পানি থেকে উদ্ধার করেছে স্থানীয়রা। তার লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। '