kalerkantho

শনিবার । ১৩ আগস্ট ২০২২ । ২৯ শ্রাবণ ১৪২৯ । ১৪ মহররম ১৪৪৪  

সিলেটের বন্যা

দুর্গত মানুষের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের ১২ লাখ টাকা দান

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর    

২৪ জুন, ২০২২ ১৮:০৮ | পড়া যাবে ১ মিনিটেদুর্গত মানুষের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের ১২ লাখ টাকা দান

সিলেটের বন্যাদুর্গত মানুষের জন্য খাদ্য সহায়তার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের ১২ লাখ টাকা পাঠানো হয়েছে। ওই অঞ্চলের ১২টি কলেজকে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। বরাদ্দকৃত টাকা দিয়ে ওই ১২ কলেজের শিক্ষার্থীরা নিজ হাতে কলেজে কলেজে রুটি ও খাদ্যসামগ্রী তৈরি করবে। এরপর ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে পৌঁছে দেবে।

বিজ্ঞাপন

দুর্গম এলাকায় হাতে তৈরি এসব রুটি ও খাদ্যসামগ্রী নির্বিঘ্নে পৌঁছে দিতে সহায়তা করবে বাংলাদেশ সেনাবাহিনী।  

গতকাল বৃহস্পতিবার বিকেলে ১২ কলেজের অধ্যক্ষদের সঙ্গে ভার্চুয়াল সভায় উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বৈঠক করে ওই সিদ্ধান্ত জানান। বৈঠকে অধ্যক্ষরা ছাড়াও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও সেনাবাহিনীর একজন দায়িত্বশীল কর্মকর্তা সংযুক্ত ছিলেন।সাতদিনের সেরা