kalerkantho

বুধবার । ২৯ জুন ২০২২ । ১৫ আষাঢ় ১৪২৯ । ২৮ জিলকদ ১৪৪৩

কোম্পানীগঞ্জে সড়কে গেল মা-ছেলের প্রাণ

সিলেট অফিস    

২৪ জুন, ২০২২ ১৩:০৫ | পড়া যাবে ১ মিনিটেকোম্পানীগঞ্জে সড়কে গেল মা-ছেলের প্রাণ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। আজ শুক্রবার (২৪ জুন) ভোরে উপজেলার তেলিখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ইসলামপুর গ্রামের অ্যাংরাজ মিয়ার স্ত্রী হানুফা বেগম (৪২) ও ছেলে শফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

 

জানা গেছে, আজ ভোরে সিএনজিচালিত অটোরিকশায় পরিবারের পাঁচ সদস্য নিয়ে কোম্পানীগঞ্জ থেকে সিলেট যাচ্ছিলেন অ্যাংরাজ মিয়া। উপজেলার তেলিখাল এলাকায় আসামাত্র বিপরীত দিক থেকে মালামালবাহী একটি ট্রাক ধাক্কা দেয় তাদের অটোরিকশাকে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই মারা যান হানুফা বেগম ও শফিকুল। অ্যাংরাজ মিয়া, পরিবারের অন্য দুই সদস্যসহ অটোরিকশাচালক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফয়েজ আহমদ। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় মা-ছেলে ঘটনাস্থলে মারা গেছেন। আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ওসমানী মেডিক্যালে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।সাতদিনের সেরা