প্রতীকী ছবি
কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপে বজ্রপাতে দুই নৌ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরো দুজন। আজ রবিবার সকালে এ ঘটনা ঘটে।
কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা জানান, সকালে দ্বীপের উত্তর ধুরুং ইউনিয়নের চুল্লার পাড়া গ্রামের চার বাসিন্দা মাছ ধরার নৌকায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
বিজ্ঞাপন
তিনি আরো বলেন, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নেছার আহমদ আহতদের পরীক্ষার পর মো. ইমতিয়াজ ও মো. করিমকে মৃত ঘোষণা করেন। অপর দুজন চিকিৎসাধীন।