kalerkantho

রবিবার । ১৪ আগস্ট ২০২২ । ৩০ শ্রাবণ ১৪২৯ । ১৫ মহররম ১৪৪৪

সরিষাবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রের

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি    

১৭ জুন, ২০২২ ১৪:০২ | পড়া যাবে ১ মিনিটেসরিষাবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রের

জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে শাকিল মিয়া (১৪) নামে নবম শ্রেণিতে পড়া এক ছাত্র নিহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুন) সকালে উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত শাকিল মিয়া ওই ইউনিয়নের কৃষক আনোয়ার হোসেনের ছেলে ও শুয়াকৈর জমশের আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

কামরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, উপজেলার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার (১৭ জুন) সকালে বৃষ্টিপাত শুরু হয়।

বিজ্ঞাপন

এসময় শাকিল মিয়া বাড়ীর পাশে শুয়াকৈর বিলে জাল দিয়ে মাছ ধরতে যায়। এসময় বিকট শব্দে বজ্রপাত হয়। এতে শাকিল গুরুতর আহত হয়ে বিলের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন শাকিলকে খোঁজতে বিলপাড়ে গেলে তাকে পানিতে ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান তাকে মৃত ঘোষণা করেন।  

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেহেদী হাসান বলেন, আজ সকালে বজ্রপাতের ঘটনায় শাকিল নামে এক শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসে তার পরিবারের লোকজন। হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা যায়।সাতদিনের সেরা