জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে শাকিল মিয়া (১৪) নামে নবম শ্রেণিতে পড়া এক ছাত্র নিহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুন) সকালে উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাকিল মিয়া ওই ইউনিয়নের কৃষক আনোয়ার হোসেনের ছেলে ও শুয়াকৈর জমশের আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
কামরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, উপজেলার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার (১৭ জুন) সকালে বৃষ্টিপাত শুরু হয়।
বিজ্ঞাপন
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেহেদী হাসান বলেন, আজ সকালে বজ্রপাতের ঘটনায় শাকিল নামে এক শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসে তার পরিবারের লোকজন। হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা যায়।