চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বাড়ির পাশের বাগানে আম কুড়ানোর সময় বজ্রপাতে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে বজ্রসহ ঝড়বৃষ্টির সময় চককীর্ত্তি ইউনিয়নের ৬ নম্বর আখিরা গ্রাম ও বিনোদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাতরশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন আখিরা গ্রামের মৃত জয়নালের ছেলে খাইরুল ইসলাম (৫০), একই গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী মেরিনা বেগম (৪০) ও সাতরশিয়া গ্রামের এরফান আলীর স্ত্রী সেমিয়ারা বেগম (৪২)। মৃতদের মধ্যে খাইরুল ও মেরিনা প্রতিবেশী।
বিজ্ঞাপন
শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহম্মেদ এবং চককীর্ত্তি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ও বিনোদপুর ইউপি চেয়ারম্যান রুহুল আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম ও সংশ্লিষ্ট চেয়ারম্যানরা বলেন, মৃত তিনজনের পরিবারকে তাৎক্ষণিক সরকারি আর্থিক অনুদান বাবদ ২০ হাজার করে ৬০ হাজার টাকা প্রদান করা হয়েছে।