kalerkantho

শনিবার । ২ জুলাই ২০২২ । ১৮ আষাঢ় ১৪২৯ । ২ জিলহজ ১৪৪৩

রান্নায় ব্যস্ত মা, পুকুরে ডুবল নুসাইবা

ভোলা প্রতিনিধি   

৮ জুন, ২০২২ ১৯:২৩ | পড়া যাবে ১ মিনিটেরান্নায় ব্যস্ত মা, পুকুরে ডুবল নুসাইবা

ভোলার মনপুরা উপজেলায় পুকুরের ডুবে নুসাইবা নামের দেড় বছর বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। নিহত নুসাইবা উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরযতিন গ্রামের মো. কবির হোসেনের মেয়ে। আজ বুধবার (০৮ জুন) দুপুর ১২টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুসাইবার পরিবার সূত্রে জানা গেছে, নুসাইবাকে ঘরে রেখে তার মা দুপুরের রান্নার কাজে ব্যস্ত ছিলেন।

বিজ্ঞাপন

এ সময় হঠাৎ নুসইবার বড় বোন তামান্না ছোট বোনকে ঘরে খোঁজ করে। ঘরে না পেয়ে বাড়ির বিভিন্ন যায়গায় খুঁজে না পেয়ে পুকুরে গিয়ে দেখে নুসাইবা পানিতে ভাসছে। এ অবস্থায় তামান্নার চিৎকারে আশপাশের লোকজন এসে পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে মনপুরা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. আবু সালেহ মো. ইদ্রিস জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মারা গেছে।সাতদিনের সেরা