জান্নাতুল মাওয়া দিশা নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (০৬ জুন) বিকেল ৩টার দিকে ঢাকার মোহাম্মদপুরের বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সন্ধ্যায় মানববন্ধন করেন শিক্ষার্থীরা। দিশা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, বাড়ি যশোরে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সভাপতি অধ্যাপক এস এম ফারুক হোসাইন জানান, করোনার সময় দিশার বিয়ে হয়। তিন দিন আগে দিশা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকায় স্বামীর বাড়িতে যান। সেখানে আজ বিকেলে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
এদিকে এ ঘটনায় সন্ধ্যায় ৭টার দিকে ক্যাম্পাসে মানববন্ধন করেন নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা। মানববন্ধনে তাঁরা দিশার অপমৃত্যুর সঠিক তদন্ত ও ময়নাতদন্তের দাবি জানান। এ সময় নাট্যকলা বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
নিহত শিক্ষার্থী জান্নাতুল মাওয়া দিশা