kalerkantho

শনিবার । ২৫ জুন ২০২২ । ১১ আষাঢ় ১৪২৯ । ২৪ জিলকদ ১৪৪৩

ময়মনসিংহে তাঁতবস্ত্র ও হস্তশিল্প মেলা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ    

২৭ মে, ২০২২ ১৩:০৬ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহে তাঁতবস্ত্র ও হস্তশিল্প মেলা

উদ্বোধনের পরপরই ময়মনসিংহে জমে উঠেছে তাঁতবস্ত্র, হস্ত ও কুটির শিল্প মেলা। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ মেলা উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। মেলায় প্রায় ৪০টি স্টল রয়েছে। সিটি কর্পোরেশনের সার্বিক সহায়তায় এ মেলা অনুষ্টিত হচ্ছে।

বিজ্ঞাপন

 

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র শামীমা আক্তার, ওয়ার্ড কাউন্সিলর কামাল খান, তাজুল আলম, নিয়াজ মোর্শেদ, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা-সহ জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। মাসব্যাপী মেলাতে স্থানীয় উদ্যোক্তারা ছাড়াও দেশের বেশ কিছু স্বনামধন্য প্রতিষ্ঠান এবং উদ্যোক্তা অংশ নিচ্ছেন।  সাতদিনের সেরা