বান্দরবান-থানচি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে জেলা সদর থেকে ৬০ কিলোমিটার দূরে জীবননগরের ঢালু রাস্তায় নামার সময় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুর্ঘটনাস্থলে জয়নাল আবেদীন নামে একজন নিহত হন।
বিজ্ঞাপন
থানচি থানার এএসআই সত্যব্রত চাকমা জানান, ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কয়েকজন কর্মচারী একটি মাইক্রোবাস নিয়ে ঢাকা থেকে বান্দরবান হয়ে থানচি যাচ্ছিলেন। নীলগিরি রিসোর্ট অতিক্রম করে সকাল সাড়ে ১০টার দিকে জীবননগরের ঢালু পথ দিয়ে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মাইক্রোবাসটি রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ, বিজিবি এবং ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করেন।
বান্দরবান সদর হাসপাতাল সূত্র জানায়, আহত পাঁচজনের মধ্যে সংকটাপন্ন অবস্থায় চারজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর একজনের অবস্থাও আশঙ্কাজনক।