মানিকগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আব্দুর রাজ্জাক রাজা।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে থাপ্পড় মারার অভিযোগে গ্রেপ্তারকৃত মানিকগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা জামিন পেয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে আদালতে হাজির করা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুন নূর জামিনের আবেদন মঞ্জুর করেন।
এর আগে বুধবার দুপুরে মানিকগঞ্জ উপজেলা সমন্বয় সভায় উপস্থিত সবার সামনে ভাড়ারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিলের গালে থাপ্পড় মারেন আব্দুল রাজ্জাক রাজা। এ নিয়ে হট্টগোল সৃষ্টি হয় সভায়।
বিজ্ঞাপন
মামলায় অভিযোগ করা হয়েছে, সরকারি কর্তব্য পালনকালে বাধা প্রদান ও হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেন রাজা।
আব্দুর রাজ্জাক রাজার আইনজীবী আব্দুল মতিন মোল্লা বলেন, ঘটনাটি একটি ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। অভিযোগকারী আব্দুল জলিল আদালতে উপস্থিত হয়ে জামিনের ব্যাপারে কোনো আপত্তি করেননি।
জানা গেছে, পুলিশ হেফাজতে নেওয়ার পরপরই দলীয় নেতারা তাকে ছাড়িয়ে আনতে তৎপর হয়। মামলা ফেরাতে না পারলেও জামিনে আপত্তি না করতে বাদী আব্দুল জলিলকে রাজি করান তারা। এদিকে, জামিন পাওয়ার পর আব্দুল রাজ্জাক রাজাকে নিয়ে তার সমর্থক নেতাকর্মীরা আনন্দমিছিল করে।