চাঁদপুর জেলা ছাত্রলীগের উপ-কৃষি বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন বেপারী (২৮) বিদ্যুৎতায়িত হয়ে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি ফরিদগঞ্জ উপজেলার চালিয়াপাড়া গ্রামের নিজ বাড়ি-সংলগ্ন মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হন। দুই সন্তানের জনক জসিম একই গ্রামের প্রবাসী হারুনুর রশিদের ছেলে।
এ ঘটনায় সুজন (৩২) ও মহিন উদ্দিন (২০) নামের দুজন মারাত্মক দগ্ধ হয়েছেন।
বিজ্ঞাপন
স্থানীয় চালিয়াপাড়া গ্রামের জহিরুল ইসলাম জয় জানান, সকাল ১০টার দিকে তিনি নিজের মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকেসহ আহত দুজনকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওমর ফারুক জানান, আমরা জসিমকে মৃত অবস্থায় পেয়েছি। আর দগ্ধ দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ কালের কণ্ঠকে জানান, বিষয়টি ফরিদগঞ্জ থানাকে অবহিত করা হয়েছে।