kalerkantho

মঙ্গলবার । ২৮ জুন ২০২২ । ১৪ আষাঢ় ১৪২৯ । ২৭ জিলকদ ১৪৪৩

হাবিব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রিজেন্ট টেক্সটাইল

৯ মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মকর্তাদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২৫ মে, ২০২২ ১৩:৪৮ | পড়া যাবে ১ মিনিটে৯ মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মকর্তাদের অবস্থান

৯ মাসের বকেয়া বেতনের দাবিতে হাবিব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রিজেন্ট টেক্সটাইলের কর্মকর্তারা গ্রুপের প্রধান কার্যালয়ের ফটকে অবস্থান কর্মসূচি পালন করছেন।   বুধবার (২৫ মে) সকাল ৯টায় নগরীর জুবলি রোডস্থ লাভ লেইন এলাকায় কর্মকর্তারা এই অবস্থান কর্মসূচি শুরু করেন।  

অবস্থান নেওয়া রিজেন্ট টেক্সটাইলের কর্মকর্তারা দাবি করেছেন, তাদের ৯ মাসের বেতন বকেয়া রয়েছে। অবস্থান নিয়ে কর্মকর্তাদের সঙ্গে হাবিব গ্রুপের একাধিক কর্মকর্তা আলোচনা করলেও বকেয়া বেতন প্রদানের বিষয়ে কোনো সমাধান দিতে পারেননি।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে হাবিব গ্রুপের চিফ ফিন্যানশিয়াল অফিসার (সিএফও) অঞ্জন কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে বলেন, ‘অবস্থান নেওয়া কর্মকর্তারা যা দাবি করেছেন তা সঠিক নয়। বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের তিন থেকে ছয় মাস বেতন বকেয়া রয়েছে। ’

তিনি আরো বলেন, ‘হাবিব গ্রুপের অপর একটি প্রতিষ্ঠান রিজেন্ট ফ্যাব্রিকস লিমিটেডের বিজনেস আইডিয়া টিভি কেয়ার নাম্বার (বিআইএন) বন্ধ রেখেছে সরকার। তাই প্রতিষ্ঠানটি লে-অফ করা হয়েছে। প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি। এই কারণে হাবিব গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠান কর্মকর্তাদের বেতন পরিশোধ করতে পারেনি। ’ বকেয়া বেতন প্রদানের বিষয়টি সমাধান করতে সময় লাগবে বলে জানান এই কর্মকর্তা।সাতদিনের সেরা