প্রতীকী ছবি।
রাজবাড়ীতে ১৪ বছর বয়সী মেয়েকে দুই মাস ধরে ধর্ষণের অভিযোগে সৎবাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় কিশোরীর খালু বাদী হয়ে গতকাল সোমবার রাতে রাজবাড়ী থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার সৎবাবাকে মঙ্গলবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলায় বাদী উল্লেখ করেছেন, তার শ্যালিকার রাজবাড়ী সদর উপজেলাতেই বিয়ে হয়।
বিজ্ঞাপন
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর সত্যতা পেয়ে মামলা রেকর্ড করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। ওই কিশোরীকেও ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।