kalerkantho

মঙ্গলবার । ২৮ জুন ২০২২ । ১৪ আষাঢ় ১৪২৯ । ২৭ জিলকদ ১৪৪৩

রোগীদের মাথার ওপর ঝুঁকিপূর্ণ ফ্যান, দুর্ঘটনার শঙ্কা

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি   

২৪ মে, ২০২২ ১৭:১৫ | পড়া যাবে ১ মিনিটেরোগীদের মাথার ওপর ঝুঁকিপূর্ণ ফ্যান, দুর্ঘটনার শঙ্কা

নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর বেডের ওপর ঝুলে আছে একটি সিলিং ফ্যান। দীর্ঘদিন ধরে নষ্ট এই ফ্যানটি ঝঁকিপূর্ণ অবস্থায় থাকলেও কর্তৃপক্ষের নজরে আসেনি। ফলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। হাসপাতালের তৃতীয় তলায় মহিলা ওয়ার্ডে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে।

বিজ্ঞাপন

হাসপাতালের রোগী এবং স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেক দিন ধরে এই ফ্যানটি ঝুলে আছে। ফ্যানটিতে বৈদ্যুতিক সংযোগ নেই। পাখাসহ মূল অংশটুকু ওপর থেকে আলাদা হয়ে গেছে। একেবারে চিকন একটি রডের সঙ্গে কোনো রকম ঝুলে আছে ফ্যানটি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগী বলেন, ‘আমি কয়েক দিন আগে এই হাসপাতালে ভর্তি হয়েছি। এসেই ফ্যানটি এমন অবস্থায় দেখতে পাই। এর নিচ দিয়ে আসা-যাওয়া করলে ভয় লাগে। নার্সদের জানালেও তারা কোনো ব্যবস্থা নেননি। '

মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল হাসান মাহমুদ বলেন, 'বিষয়টি আমার জানা ছিল না। ফ্যানটি খুলে নেওয়ার ব্যবস্থা করছি। 'সাতদিনের সেরা