হত্যাকাণ্ডের ৪৬ দিন পর সিরাজগঞ্জের কাজিপুরে গৃহবধূর (১৮) ঘাতক স্বামী নাজমুল হুদাকে (২১) নরসিংদী থেকে আটক করেছে কাজিপুর থানা পুলিশ।
র্যাবের সহায়তায় কাজিপুর থানা পুলিশ নরসিংদী জেলার শিবপুর থানা এলাকা থেকে নাজমুলকে আটক করেছে। আটককৃত নাজমুল উপজেলার তেকানী ইউনিয়নের জোমার খুকশিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
নিহত মীমের বাবা রাসেল মিয়া বলেন, গত ৭ মাস আগে তেকানী ইউনিয়নের জোমার খুকশিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়।
বিজ্ঞাপন
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত জানান, রবিবার (২২ মে) নরসিংদী জেলার শিবপুর থানা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে নাজমুল হুদাকে আটক করা হয়। সোমবার (২৩ মে) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।