ভোলার লালমোহন উপজেলায় বিয়ের ২৬ দিনের মাথায় নিজ ঘর থেকে আকলিমা বেগম (১৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। আকলিমা বেগম ওই এলকার রিকশাচালক মো. জাকিরের স্ত্রী ও চরফ্যাশন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মাকসুদের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আকলিমার শ্বশুরবাড়ির লোকজন ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
বিজ্ঞাপন
আকলিমা বেগমের বাবা মো. মাকসুদ বলেন, 'পারিবারিকভাবে ২৬ দিন আগে জাকিরের সঙ্গে আকলিমার বিয়ে হয়। আমরা শুনেছি, স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি নিয়ে রাগের বশে আকলিমা নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছে। খবর পেয়ে আমরা তার লাশ দেখতে এসেছি। '
লালমোহন থানার পরিদর্শক এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।