kalerkantho

সোমবার । ২৭ জুন ২০২২ । ১৩ আষাঢ় ১৪২৯ । ২৬ জিলকদ ১৪৪৩

চালকের আসনে হেলপার, উদ্ধারের পর বাসে মিলল যাত্রীর লাশ

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি   

২১ মে, ২০২২ ১৭:২৯ | পড়া যাবে ২ মিনিটেচালকের আসনে হেলপার, উদ্ধারের পর বাসে মিলল যাত্রীর লাশ

কুমিল্লার নাঙ্গলকোটে কুমিল্লা-হাসানপুর সড়কে পুকুরে বাস পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় বাসের চালকের আসনে হেলপার ছিলেন বলে দাবি যাত্রীদের। তাদের দাবি, অদক্ষ চালকের কারণেই দুর্ঘটনা ঘটেছে।  

শনিবার (২১ মে) সকাল পৌনে ৮টার দিকে মৌকরা ইউনিয়নের বিরুলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

দুর্ঘটনায় নিহত হারেছ মিয়া ইউনিয়নের রায়কোট গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন।

সকালে হাসানপুর থেকে কুমিল্লাগামী (ঢাকা মেট্রো-জ ১৪-১১৭৩) বাসটি চালিয়ে যাচ্ছিলেন হেলপার। ঘটনাস্থলে এসে সড়কের পাশের পুকুরে পড়ে যায়। ওই বাসে মাত্র চারজন যাত্রী ছিলেন বলে দাবি হেলপারের। এ সময় সবাই বের হয়ে যান বলেও দাবি করেন তিনি। পরে বাস উদ্ধার হলে ভেতরে হারেছ মিয়ার মৃতদেহ পাওয়া যায়।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জিয়াউল হক জিতু, সাইফুল ইসলাম ও সমাজসেবক নাছির উদ্দিন মজুমদার বলেন, এ সড়কের অধিকাংশ চালক ও হেলপার মাদকাসক্ত। তা ছাড়া কয়েকজন ব্যতীত কারো ড্রাইভিং লাইসেন্স নেই। আমরা চাই বিষয়টি প্রশাসন উদ্যোগ নিয়ে সুরাহা করুক।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি পুলিশ হেফাজতে আছে।সাতদিনের সেরা