দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বজ্রপাতে আলতাফ হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২১ মে) দুপুর ২টার দিকে চিরিরবন্দর উপজেলার ৭ নম্বর আউলিয়া পুকুর ইউনিয়নের আতারবাজার কাকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলতাফ ওই এলাকার খলিল উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে আলতাফ হোসেন বৃষ্টি শুরু হলে বাড়ির পাশের মাঠে গরু আনতে যান।
বিজ্ঞাপন
চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।