kalerkantho

সোমবার । ২৭ জুন ২০২২ । ১৩ আষাঢ় ১৪২৯ । ২৬ জিলকদ ১৪৪৩

পদ্মায় ৩৫০ মণ ধান নিয়ে ট্রলার ডুবি, নিখোঁজ ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

২১ মে, ২০২২ ১৫:১৭ | পড়া যাবে ১ মিনিটেপদ্মায় ৩৫০ মণ ধান নিয়ে ট্রলার ডুবি, নিখোঁজ ২

মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মা নদীতে ৩৫০ মণ ধানসহ ট্রলার ডুবে দুই ব্যক্তি নিখোঁজ হয়েছেন। নিখোঁজ দুই ব্যক্তি হলেন হেলাল (৩৮) ও দাদন (২৮)। শনিবার (২১ মে) ভোরে পদ্মা সেতুর অদূরে মাঝনদীতে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।

মাওয়া নৌ পুলিশের আইসি মো. আবু তাহের জানান, শনিবার ভোরে ৩৫০ মণ ধান নিয়ে একটি ট্রলার শিমুলিয়া ঘাট থেকে কাওড়াকান্দির উদ্দেশে ছেড়ে যায়।

বিজ্ঞাপন

এ সময় পদ্মা সেতুর কাছে মাঝ পদ্মায় এসে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

তিনি আরো জানান, নিয়ন্ত্রণহীন ওই ট্রলারটি ভাসতে ভাসতে এসে পদ্মা সেতুর নির্মাণাধীন জাতীয় বিদ্যুৎ গ্রিডের টাওয়ারের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ১৫ মাঝি-মাল্লার মধ্যে ১৩ জন সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও হেলাল ও দাদন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে।সাতদিনের সেরা