ঢাকার ধামরাই উপজেলার গাংগুটিয়া বাজারে গতকাল শুক্রবার রাতে বালুর ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ফরহাদ হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জাকারিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নিহত ফরহাদ হোসেন ধামরাইয়ের অর্জুনালাই গ্রামের ধলু মিয়ার ছেলে। তিনি ভেকু মেশিন ভাড়া দেওয়ার ব্যবসা করতেন।
বিজ্ঞাপন
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গাংগুটিয়া ইউনিয়নের অর্জুনালাই গ্রামের জাকারিয়া ও মতিনের মধ্যে স্থানীয় গাজীখালি নদী থেকে বালু উত্তোলনের ব্যবসা নিয়ে বেশ কয়েক দিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে গতকাল রাত ৮টার দিকে গাংগুটিয়া বাজারে জাকারিয়া ও মতিন গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।
এ সময় একই গ্রামের ফরহাদ হোসেন সংঘর্ষ থামাতে গেলে মাথায় আঘাত পান। পরে স্থানীয়রা ফরহাদকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয় জনতা জাকারিয়াকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করে।
ধামরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, জাকারিয়া নামের একজনকে আটক করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।