সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের তিন দিন পর একটি বিলের মধ্য থেকে আলম খন্দকার (৪৫) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার কয়ড়া ইউনিয়নের রতনদিয়ার এলাকার বাজার দিয়ারবিল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আলম উপজেলার কয়ড়া হরিশপুর গ্রামের মৃত আজগর খন্দকারের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে উল্লাপাড়া মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, গত মঙ্গলবার রাত ১২টার পর পরিচিত এক ব্যক্তির ফোন পেয়ে ভ্যানচালক আলম খন্দকার বাড়ি থেকে বের হন।
বিজ্ঞাপন