বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের টেপুরা বাজারসংলগ্ন জামে মসজিদে ইমাম মো. রবিউল ইসলামের (১৮) গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ তাঁর ঘর থেকে উদ্ধার করেছে আমতলী থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হলদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জুলেখার স্লুইস গেট এলাকার বাসিন্দা মো. হেলাল হাওলাদারের ছেলে মো. রবিউল ইসলাম একই ইউনিয়নের টেপুরা বাজারসংলগ্ন জামে মসজিদে ইমামতি করেন। মসজিদের কাছাকাছি ওই বাজারে জনৈক মোজাম্মেল মাতুব্বরের ঘরের একটি রুমে তিনি থাকতেন। আজ শুক্রবার দুপুরে মসজিদে জুমার নামাজের আজান না দেওয়ায় ওই মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আ. বারেক তাঁকে খুঁজতে ঘরে যান।
বিজ্ঞাপন
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, মো. রবিউল ইসলাম নামে মসজিদের এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।