kalerkantho

রবিবার । ২৬ জুন ২০২২ । ১২ আষাঢ় ১৪২৯ । ২৫ জিলকদ ১৪৪৩

পরিচয় দিলেন 'বিচারপতি'! পরে জানা গেল ওয়ার্কশপ ব্যবসায়ী

চাঁদপুর প্রতিনিধি   

২০ মে, ২০২২ ১৭:০৭ | পড়া যাবে ১ মিনিটেপরিচয় দিলেন 'বিচারপতি'! পরে জানা গেল ওয়ার্কশপ ব্যবসায়ী

আটক ভুয়া বিচারপতি বিপ্লব প্রধান

মুঠোফোনে জাতীয় সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশ প্রটোকল চেয়ে আটক হলেন ভুয়া বিচারপতি বিপ্লব প্রধান (৪০)। আজ শুক্রবার দুপুরে মতলব পৌরসভার উত্তর দিঘলদী গ্রামের শমসের আলী প্রধানীয়ার বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় জানান, ঢাকা থেকে দাউদকান্দি হয়ে মতলবে আসার পথে আটককৃত বিপ্লব প্রধান জাতীয় সেবা নম্বরে ফোন দিয়ে পুলিশ প্রটোকল চান। এ সময় জাতীয় সেবাকেন্দ্র দাউদকান্দি পুলিশ কন্ট্রোল রুমকে বিষয়টি অবগত করে।

বিজ্ঞাপন

দাউদকান্দি পুলিশ কন্ট্রোল রুম মতলব দক্ষিণ থানার ওসি মো. মহিউদ্দিন মিয়াকে অবগত করেন এবং জানতে চান বিপ্লব নামে কোনো বিচারপতি আছেন কি-না! মতলব দক্ষিণ থানা পুলিশ খোঁজ নিতে বিপ্লবের বাড়িতে পৌছে বিষয়টি নিশ্চিত হয়। এ সময় বাড়ি থেকে প্রাইভেট কারসহ বিপ্লবকে আটক করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, আটককৃত বিপ্লব প্রধান উপজেলার দিঘলদী গ্রামের মৃত মাহবুব প্রধানের ছেলে। তিনি পেশায় একজন ওয়ার্কশপ ব্যবসায়ী।

মতলব দক্ষিণ থানার ওসি জানান, তাঁর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।সাতদিনের সেরা