kalerkantho

রবিবার । ২৬ জুন ২০২২ । ১২ আষাঢ় ১৪২৯ । ২৫ জিলকদ ১৪৪৩

হিলিতে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

হিলি প্রতিনিধি   

২০ মে, ২০২২ ১৬:৫৩ | পড়া যাবে ১ মিনিটেহিলিতে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

কালবৈশাখী ঝড়ে দিনাজপুরের হিলিতে ঘরবাড়ি, বিদ্যুতের খুঁটি, গাছপালা ও মাঠের ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।  

বৃহস্পতিবার সন্ধ্যারাতে বৃষ্টির সঙ্গে প্রবল বেগে ঝড় শুরু হলে কাঁচা ঘরবাড়ি ও গাছপালা ভেঙে ও উপড়ে পড়ে। ঝড়ে মাঠে থাকা অধিকাংশ জমির ধান হেলে পড়েছে। পানিতে ডুবে গেছে ভুট্টা, মরিচ ক্ষেত।

বিজ্ঞাপন

বিদ্যুতের খুঁটি ভেঙে ও তার ছিঁড়ে বন্ধ হয় বিদ্যুৎ সঞ্চালন। বিদ্যুৎ বিভাগ গাছ সরাচ্ছে ও ছেঁড়া তার মেরামতের কাজ করছে। এ অবস্থায় ক্ষতি কমাতে কৃষি অফিস দ্রুত এসব ধান কেটে ঘরে তোলার পরামর্শ দিচ্ছে।

হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা ড. মমতাজ সুলতানা বলেন, উপজেলার ৮৫ ভাগ জমির ধান কাটা শেষ পর্যায়ে। অল্পকিছু জমির ধান কাটা বাকি ছিল। তবে গতকাল রাতের ঝড় ও বৃষ্টিতে জমির ধান হেলে পড়েছে। যেহেতু ধান সব কাটার উপযোগী হয়ে পড়েছে, তাই হেলে পড়া এসব ধান দ্রুত কেটে নিলে ক্ষতি খুব বেশি হওয়ার কথা না।সাতদিনের সেরা