প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার কারাগারে দুই সপ্তাহের ব্যবধানে সাজাপ্রাপ্ত দুই আসামির মৃত্যু হয়েছে। গত ৭ মে চেক প্রতারণা মামলার আসামির মৃত্যুর পর আজ শুক্রবার মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি মারা যান। দুজনই জেল খাটারত অবস্থায় অসুস্থবোধ করলে জেলা সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জেলা কারাগার সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞাপন
জেলার মো. দিদারুল আলম জানান, মাদক মামলায় দেড় বছরের কারাদণ্ড হয় জেলার আখাউড়া উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের সৈয়ম আলীর ছেলে নূরুল ইসলাম (৩৮)। গত ১১ মে থেকে তিনি কারাগারে আছেন। শুক্রবার সকালে তিনি অসুস্থ বোধ করলে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে থাকা মো. মেজবাহ উদ্দিন (৫৬) নামে এক সাজাপ্রাপ্ত আসামি গত ৭ মে মারা যান। ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ফুলবাড়িয়ার অহিদ মিয়ার ছেলে ও সদর উপজেলার ঘাটুরা এলাকার আল্লাহর দান ফ্লাওয়ার মিলের মালিক মেজবাহ উদ্দিন এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। ২১ মার্চ থেকে তিনি কারাগারে ছিলেন।