kalerkantho

বুধবার । ২৯ জুন ২০২২ । ১৫ আষাঢ় ১৪২৯ । ২৮ জিলকদ ১৪৪৩

পাখির বাচ্চা আনতে গিয়ে লাশ হয়ে ফিরল শিশু মামুন

নেত্রকোনা সংবাদদাতা    

১৯ মে, ২০২২ ১৪:৩৯ | পড়া যাবে ১ মিনিটেপাখির বাচ্চা আনতে গিয়ে লাশ হয়ে ফিরল শিশু মামুন

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার পালইকান্দা হাওরে মরা নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম আল মামুন (১০)। সে খালিয়াজুরী সদর ইউনিয়নের ছোট হাটি গ্রামের মো. অনির মিয়া ছেলে।

বিজ্ঞাপন

 

খালিয়াজুরী সদর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম আবু ইছহাক ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আল মামুন অন‍্য শিশুদের সাথে পালইকান্দা হাওরের হিজলগাছে পাখির বাসা থেকে বাচ্চা আনতে যায়। এরপর সে অন‍্যদের সাথে স্থানীয় মরা নদীতে সাঁতার দেয়। এ সময় মাঝনদীতে সাঁতার কাটতে গিয়ে ক্লান্ত হয়ে স্রোতের তোড়ে পানিতে ডুবে যায়। পরে আশপাশের লোকজন এসে ওই শিশুকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মো. রেজাউল করিম শিশু আল মামুনকে মৃত ঘোষণা করেন।

খালিয়াজুরী থানির ওসি মজিবুর রহমান বলেন, কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ হস্তান্তর করা হবে।সাতদিনের সেরা