kalerkantho

রবিবার । ২৬ জুন ২০২২ । ১২ আষাঢ় ১৪২৯ । ২৫ জিলকদ ১৪৪৩

নামাজ পড়াতে মসজিদে যাচ্ছিলেন ইমাম, পথে গাড়িচাপায় গেল প্রাণ

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি   

১৯ মে, ২০২২ ১৩:১৫ | পড়া যাবে ১ মিনিটেনামাজ পড়াতে মসজিদে যাচ্ছিলেন ইমাম, পথে গাড়িচাপায় গেল প্রাণ

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় এক ইমামের মৃত্যু হয়েছে। নিহত হাফেজ মনসুর আহমেদ মিন্টু (৫৫)। তিনি মাজড়া গ্রামের মৃত ফজর আলীর ছেলে। আজ বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ পাড়ানোর জন্য বাড়ি থেকে মহাসড়ক দিয়ে মসজিদের দিকে যাওয়ার সময় পথে অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে চাপা দেয়।

বিজ্ঞাপন

এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

জানা গেছে, হাফেজ মনসুর আহমেদ মিন্টু পাশের গ্রাম ছোটখাঁরকান্দি পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম ছিলেন। আজ ভোরে ফজরের নামাজ পাড়ানোর জন্য বাড়ি থেকে মহাসড়ক দিয়ে মসজিদের দিকে যাচ্ছিলেন। পুলিশের ডিআইজি নূরে আলম মিনার বাড়ি অতিক্রম করার সময় অজ্ঞাতনামা গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। সকালে স্থানীয়রা রাস্তায় তার লাশ পড়ে থাকতে দেখে কাশিয়ানী থানা ও হাইওয়ে পুলিশে খবর দিলে ভাঙ্গা হাইওয়ে পুলিশ তার লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।সাতদিনের সেরা