নেত্রকোনার খালিয়াজুরিতে বুধবার সন্ধ্যার দিকে বজ্রপাতে মো. জাকারুল (৩৪) ও মামুন মিয়া (১৪) নামের দুই ব্যক্তি মারা গেছে। জাকারুল আটপাড়া উপজেলার শ্রিরামপাশা গ্রামের আকবর আলীর ছেলে এবং খালিয়াজুরি উপজেলার খলাপাড়া গ্রামের জলিল মিয়ার জামাতা। মামুন খালিয়াজুরি উপজেলার রানিচাপুর গ্রামের মাসুদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার বিকাল থেকেই বৃষ্টি হচ্ছিল।
বিজ্ঞাপন
অপর হতভাগা মামুন বৃষ্টির সময় ভিজে বাড়ির কাছে নিজেদের দোকানে যাচ্ছিলেন। এ সময় তিনি বজ্রপাতে আহত হন। জরুরি অবস্থায় মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য প্রকল্পের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।