kalerkantho

মঙ্গলবার । ২৮ জুন ২০২২ । ১৪ আষাঢ় ১৪২৯ । ২৭ জিলকদ ১৪৪৩

চট্টগ্রামে বস্তিতে আগুন, পুড়ে অঙ্গার বৃদ্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৮ মে, ২০২২ ২১:২৩ | পড়া যাবে ২ মিনিটেচট্টগ্রামে বস্তিতে আগুন, পুড়ে অঙ্গার বৃদ্ধ

চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার কলসী দিঘিরপাড় ধুমপাড়া এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দেড় শতাধিক ঘর ও দোকান ভস্মীভূত হয়েছে। এ সময় আবদুল করিম হাওলাদার নামের এক শতবর্ষী বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দুপুরে সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

অগ্নিকাণ্ডে বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ওসি জাহেদুল কবির কালের কণ্ঠকে বলেন, ‘নিহত আবদুল করিম হাওলাদারের বয়স ১০২ বছর। তাঁর স্বজনরা এসে লাশ গ্রহণের করেছেন। তিনি বার্ধক্যজনিত রোগাক্রান্ত। কানে শুনতেন না এবং চোখেও দেখতেন না বলে স্বজনরা জানিয়েছেন। ’

দেড় শতাধিক দোকানঘর পুড়ে যাওয়ার তথ্য জানিয়ে তিনি বলেন, ‘বস্তির ঘর ও দোকান ছোট। পুড়ে যাওয়ার পর তাৎক্ষণিকভাবে গণনা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে দেড় শতাধিক হবে। ’

ফায়ার সার্ভিসেরে সহকারী পরিচারক ফারুক হোসেন শিকদার জানিয়েছেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনের সূত্রপাত বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। এ বিষয়ে অনুসন্ধানের পর তথ্য দেওয়া যাবে।সাতদিনের সেরা