রাজবাড়ীতে লিচুগাছ থেকে পড়ে আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার রাতে তিনি মারা যান। নিহত ব্যক্তির নাম আনছের আলী মোল্লা (৫৮)। তিনি রাজবাড়ী পৌরসভার চরলক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।
বিজ্ঞাপন
পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির পাশে তাঁদের একটি বাগান রয়েছে। গত রবিবার মই দিয়ে বাগানের লিচুগাছ থেকে লিচু পাড়ছিলেন। এ সময় মইয়ের ওপরের অংশ ভেঙে তিনি পড়ে যান। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে গুরুতর আহত হন। তাঁকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসা শেষে রাজবাড়ীতে ফিরছিলেন। পথে মঙ্গলবার রাত ১০টার দিকে তিনি মারা যান।