kalerkantho

রবিবার । ২৬ জুন ২০২২ । ১২ আষাঢ় ১৪২৯ । ২৫ জিলকদ ১৪৪৩

চিংড়ির রেণু ধরতে গিয়ে জোয়ারের টানে নিখোঁজ জেলে

ভোলা প্রতিনিধি   

১৮ মে, ২০২২ ১৪:৩৮ | পড়া যাবে ২ মিনিটেচিংড়ির রেণু ধরতে গিয়ে জোয়ারের টানে নিখোঁজ জেলে

ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে চিংড়ির রেণু শিকার করতে গিয়ে জোয়ারের পানিতে ভেসে মো. মঞ্জু (৩০) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ মঞ্জু উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কেয়ামুল্লা গ্রামের অজিউল্লার ছেলে। আজ বুধবার (১৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের শশীগঞ্জ স্লুইসঘাট সংলগ্ন পন্টুনের কাছে মাছ ধরার সময় তিনি নিখোঁজ হন।

এদিকে নিখোঁজ জেলেকে উদ্ধারে পুলিশ, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে অভিযান চালাচ্ছেন।

বিজ্ঞাপন

  

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে উপজেলার মেঘনা নদীর স্লুইসঘাট সংলগ্ন পন্টুনের কাছাকাছি মেঘনা নদীতে বাগদা চিংড়ির রেণু শিকার করছিলেন জেলে মঞ্জু। হঠাৎ মেঘনার প্রবল স্রোতের টানে মাঝনদীতে ভেসে যান তিনি। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশের মাধ্যমে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের দুটি টিম নিখোঁজ জেলে মঞ্জুকে উদ্ধারে অভিযান শুরু করে।  

তজুমদ্দিন উপজেলা ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স কর্মকর্তা মো. কামাল ইসলাম জাকির জানান, মেঘনায় জেলে নিখোঁজের খবর পেয়ে আমাদের একটি টিম নিখোঁজ জেলেকে উদ্ধারে অভিযান চালাচ্ছে।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক জানান, স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। পাশাপাশি কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের দুটি টিমকে অবগত করেছি। তাদের ডুবুরির মাধ্যমে উদ্ধার অভিযান চলমান রয়েছে।সাতদিনের সেরা