গ্রামপুলিশ মোস্তফা শেখ
বাগেরহাটের ফকিরহাটে একটি বিলে ছাগল খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক নারী (৪০)। এ ঘটনায় গতকাল মঙ্গলবার (১৭ মে) রাতে ভিকটিম বাদী হয়ে একজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফকিরহাট মডেল থানায় একটি মামলা করেন।
পুলিশ মামলার বরাত দিয়ে জানায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শুভদিয়া ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে ওই নারী তার হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে একটি বিলে যান। এ সময় শুভদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গ্রামপুলিশ মোস্তফা শেখ ওই নারীকে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূবর্ক ধর্ষণ করেন।
বিজ্ঞাপন
এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে গ্রাম পুলিশ মোস্তফা শেখকে আসামি করে থানায় একটি মামলা করেন। মামলার পর রাতেই ঘনশ্যামপুর এলাকা থেকে অভিযুক্ত গ্রামপুলিশ মোস্তফা শেখকে (৪৫) আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, ওই গ্রামপুলিশের নামে এলাকায় একাধিক নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে ফকিরহাট মডেল থানার অফিসার্স ইনজার্জ মু. আলীমুজ্জামান বলেন, ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তধীন।