ফেনীর পরশুরাম উপজেলার ডাকবাংলো মোড়ে গতকাল মঙ্গলবার রাতে পুলিশ ও র্যাব সদস্যদের হাতাহাতির ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাইক্রোবাসে মাদক পাচার হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে ডাকবাংলো মোড়ে সাদা পোশাকে অবস্থান নেয় পরশুরাম থানা পুলিশের একটি দল। এ সময় একটি মাইক্রোবাস থামিয়ে ভেতরে থাকা যাত্রীদের তল্লাশি করতে চান ওই পুলিশ সদস্যরা।
বিজ্ঞাপন
পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইয়াছিন আলাউদ্দিন ডালিম জানান, আহতদের মধ্যে রেজাউল আলম ও জিতু সাহা এখানে চিকিৎসাধীন। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে র্যাব-৭-এর ফেনী ক্যাম্প অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার জুনায়েদ জাহেদী জানান, উভয় পক্ষের ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে।
অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা জানান, পরিচয় নিয়ে উভয় পক্ষের মধ্যে সন্দেহের জেরে এ ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না সে বিষয়ে অবগত নন বলে জানান তিনি।