kalerkantho

রবিবার । ২৬ জুন ২০২২ । ১২ আষাঢ় ১৪২৯ । ২৫ জিলকদ ১৪৪৩

শিশুকে ধর্ষণের অভিযোগ কিশোরের বিরুদ্ধে

রাজবাড়ী প্রতিনিধি   

১৭ মে, ২০২২ ২০:৪৫ | পড়া যাবে ১ মিনিটেশিশুকে ধর্ষণের অভিযোগ কিশোরের বিরুদ্ধে

দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে এসে টাকার লোভ দেখিয়ে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে অসুস্থ অবস্থায় ওই শিশু শিক্ষার্থীকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে দুপুরে রাজবাড়ী সদর উপজেলার জৌকুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশুর মা জানান, তার মেয়ে স্থানীয় একটি কিন্ডার গার্টেনে দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করে।

বিজ্ঞাপন

আজ প্রাইভেট না থাকায় দুপুর ২টার দিকে প্রতিবেশীর বাড়িতে খেলতে যায়। ওই বাড়িতে কেউ না থাকায় টাকার লোভ দেখিয়ে তাকে ধর্ষণ করে এক কিশোর। পরে রক্তক্ষরণ অবস্থায় তার মেয়ে বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি বলেন, 'মৌখিকভাবে থানায় জানিয়েছি। ওই লম্পটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। '

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে ওই শিশুকে গাইনি ওয়ার্ডে পাঠানো হয়েছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন জানান, এ ঘটনায় মৌখিক অভিযোগ করা হয়েছে থানায়। লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।সাতদিনের সেরা