kalerkantho

রবিবার । ২৬ জুন ২০২২ । ১২ আষাঢ় ১৪২৯ । ২৫ জিলকদ ১৪৪৩

দাঁড়িয়ে থাকা সিএনজিকে চাপা দিল বাস, প্রাণ ঝরল দুজনের

হবিগঞ্জ প্রতিনিধি    

১৭ মে, ২০২২ ১৪:০৬ | পড়া যাবে ১ মিনিটেদাঁড়িয়ে থাকা সিএনজিকে চাপা দিল বাস, প্রাণ ঝরল দুজনের

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের রুকনপুর এলাকায় বাসচাপায় দুজন নিহত হয়েছেন। তাদের একজন সিএনজিচালক শাহ আরশ আলী (৩০) ও অন্যজন ওই সিএনজির যাত্রী নুরেয়া বেগম (৩৫)। আজ মঙ্গলবার দুপুর ১২টায় এই দুর্ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করলে ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে।

বিজ্ঞাপন

নিহত আরশ আলী নবীগঞ্জ উপজেলার রুকনপুর গ্রামের শাহ জহুর আলীর ছেলে এবং নুরেয়া বেগম একই গ্রামের মৃত গোলাপ আলীর স্ত্রী।  

শেরপুর হাইওয়ে থানার ওসি পরিমল দেব জানান, আজ দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী এম আর পরিবহনের একটি বাস রুকনপুর এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালক শাহ আরশ আলী এবং  বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে নুরেয়া বেগমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে যান। আরশ আলীর লাশ শেরপুর হাইওয়ে থানায় এবং নুরেয়া বেগম এর লাশ বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।সাতদিনের সেরা