kalerkantho

বুধবার । ২৯ জুন ২০২২ । ১৫ আষাঢ় ১৪২৯ । ২৮ জিলকদ ১৪৪৩

বুড়িগঙ্গায় ভাসছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি   

১৭ মে, ২০২২ ০২:৫৮ | পড়া যাবে ১ মিনিটেবুড়িগঙ্গায় ভাসছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

প্রতীকী ছবি

রাজধানীর সোয়ারীঘাট এলাকাসংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে গতকাল সোমবার সকালে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪৮) মরদেহ উদ্ধার করেছে বরিশুর নৌ পুলিশ। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না।

বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, গত শনিবার সন্ধ্যায় বুড়িগঙ্গার বাবুবাজার সেতুর ওপর থেকে এক ব্যক্তি ঝাঁপ দিয়েছে—এমন তথ্যের ভিত্তিতে রবিবার সারা দিন অভিযান চালিয়েও কোনো হদিস মেলেনি। গতকাল সকালে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

বিজ্ঞাপন

পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, মরদেহটি সেতু থেকে লাফ দেওয়া ব্যক্তির।

নৌ পুলিশের এই কর্মকর্তা আরো জানান, এ ঘটনায় নৌ পুলিশ বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা করেছে।সাতদিনের সেরা