kalerkantho

মঙ্গলবার । ২৮ জুন ২০২২ । ১৪ আষাঢ় ১৪২৯ । ২৭ জিলকদ ১৪৪৩

প্রেমের বিয়ের আট বছরের মাথায় হত্যা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

১৭ মে, ২০২২ ০২:৫৪ | পড়া যাবে ১ মিনিটেপ্রেমের বিয়ের আট বছরের মাথায় হত্যা

প্রতীকী ছবি

পাঁচ বছর প্রেম করে বিয়ে করার আট বছর পর স্ত্রী বৃষ্টিকে গলা টিপে হত্যা করেছেন স্বামী সোহেল রানা। দীর্ঘ তদন্তের পর গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হত্যারহস্য উদ্ঘাটন এবং স্বামীকে গ্রেপ্তার করেছে।  

গ্রেপ্তার সোহেল রানা প্রামাণিক (২৭) দিনাজপুরের নবাবগঞ্জ থানার শিবপুর গ্রামের মো. কোহিনুরের ছেলে। স্ত্রী বৃষ্টি খাতুন (২৪) ও ছেলে ফাহিম প্রামাণিককে (৪) নিয়ে তিনি গাজীপুরের ভবানীপুর এলাকায় থাকতেন।

বিজ্ঞাপন

 

গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান জানান, বিয়ের পর তাঁদের দাম্পত্যজীবনে ভালোই কাটছিল। করোনার আগে সোহেল মা-বাবার প্ররোচনায় বৃষ্টিকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। ২০২০ সালের ৭ আগস্ট দুপুরে ভাড়া বাড়িতে থাকার ঘর থেকে বৃষ্টির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। গত ১৪ মে সোহেলকে দিনাজপুর থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সোহেল স্ত্রীকে হত্যার কথা এবং ঘটনা ধামাচাপা দেওয়ার কথা স্বীকার করেন।সাতদিনের সেরা