আগামীকাল বুধবার কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) বহুতল অফিস ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি বহুতল অফিস ভবনের উদ্বোধন ঘোষণা করবেন।
এ উপলক্ষে গতকাল সোমবার কউক চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমেদ জানান, ২০১৭ সালের ২৭ মার্চ অনুষ্ঠিত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভূমি বরাদ্দ কমিটির সভায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বহুতল অফিস ভবন নির্মাণের জন্য এক একর ২১ শতক জমি বরাদ্দ দেওয়া হয়। একই বছরের ৬ মে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
বিজ্ঞাপন
ভবনটিতে রেইন ওয়াটার হার্ভেস্টিং, সিসিটিভি, ফায়ার প্রটেকশন সিস্টেম, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাদিসহ ২০০ আসনবিশিষ্ট একটি মাল্টিপারপাস হল এবং ১৫০ আসনবিশিষ্ট তিনটি সেমিনার হলসহ বহুমাত্রিক সুযোগ-সুবিধা রাখা হয়েছে। অনুষ্ঠানে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব আবু জাফর রাশেদ এবং প্রকৌশল সদস্য লে. কর্নেল খিজির খান উপস্থিত ছিলেন।