প্রতীকী ছবি।
দিনাজপুরের বিরলের মঙ্গলপুর এলাকায় ঝড়ে বৃষ্টির সময় সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত ১২টার দিকে বিরল-বোচাগঞ্জ সড়কের মঙ্গলপুর ইউনিয়নের রঘুনাথপুর চেয়ারম্যান মোড়ে এ দুর্ঘটনা ঘটে। বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
নিহতরা তিনজনই মোটরসাইকেল আরোহী ছিলেন।
বিজ্ঞাপন
জানা যায়, তারা তিনজন মিলে দুটি মোটর সাইকেল রাত ১২টার সময় বিরল থেকে বোচাগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় ঝড় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থেকে বাঁচতে দ্রুত গতিতে মোটর সাইকেল চালাচ্ছিলেন। পথে দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা মোটর সাইকেল নিয়ে রাস্তায় পড়ে যায়। ওই সময় অজ্ঞাত একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। ঝড় শেষে স্থানীয়রা তাদের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।